হোস্টেলে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা: ২৬সে অক্টোবর রবিবার
সময়: দুপুর 12 ঘটিকায়
সেন্টার: গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল।
হোস্টেলে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা: ২৬সে অক্টোবর রবিবার
সময়: দুপুর 12 ঘটিকায়
সেন্টার: গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল।
হোস্টেলে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা: ২৬সে অক্টোবর রবিবার
সময়: দুপুর 12 ঘটিকায়
সেন্টার: গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল।
হোস্টেলে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা: ২৬সে অক্টোবর রবিবার
সময়: দুপুর 12 ঘটিকায়
সেন্টার: গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল।
Global International Islamic School (GIIS) is committed to providing a unique blend of modern academics and Islamic values. We believe education should nurture not only knowledge but also character, discipline, and faith.
Our students receive quality teaching in subjects like English, Science, and Mathematics along with Quran, Hadith, and Islamic studies. With experienced teachers, safe hostel facilities, and a value-based environment, we prepare future leaders who are confident, ethical, and compassionate.
At Global International Islamic School (GIIS), we offer a unique combination of modern education and Islamic values. Our admission process is simple and student-friendly. From Primary to Secondary levels, we ensure every child receives quality education, moral guidance, and personal growth opportunities.
Safe & Value-Based Campus Life
Recognized Certificates & Academic Excellence
65+ Qualified & Experienced Teachers
Blending Modern Learning with Islamic Values
A strong foundation in English, Mathematics, Science, and Social Studies along with Islamic values and moral education.
Specialized programs in Qur’an Hifz, Hadith, Fiqh, and Arabic to prepare students for higher Islamic learning and future careers.
Merit-based scholarships and financial support to ensure every child gets access to quality education.
Meet Our Principal
প্রধান শিক্ষকের কলমে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার অশেষ রহমত যে আমি গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠাতা হিসেবে ছেলেমেয়েদের শিক্ষাদানের সুযোগ পেয়েছি। তাই প্রথমেই আমি বলতে চাই; আমাদেরকে দুনিয়াতে স্থায়ীভাবে বসবাসের জন্য পাঠানো হয়নি। দুনিয়া ক্ষণস্থায়ী, আর পরকালীন জীবনই হচ্ছে চিরস্থায়ী। দুনিয়াতে আমাদের একটাই মিশন হওয়া উচিত; মৃত্যুর পূর্ব পর্যন্ত যেন আমরা আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলাকে সন্তুষ্ট করতে পারি। মৃত্যু যেন আমাদের কাছে পুরস্কার স্বরূপ হয়। দুনিয়াটা আসলে এক বিশাল পরীক্ষার হল মাত্র। প্রতিদিন আমরা পরীক্ষা দিচ্ছি, আর কেয়ামতের দিনে এর ফলাফল আমাদেরকে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা দেবেন। তাই সূরা হাশরের ১৮ নং আয়াতে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা ইরশাদ করেন “ওহে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং আগামী দিনের জন্য প্রত্যেক মানুষ যেন চিন্তা করে দেখে সে কি পাঠাচ্ছে।”
আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাদের অসংখ্য নিয়ামত দান করেছেন। সন্তান তার মধ্যে একটি মহান নিয়ামত ও আমানত। এই সন্তানদের সঠিকভাবে লালনপালন করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বিশাল একটি সৌভাগ্য যে, আল্লাহ্ সুবহানাহু ওয়া তা’আলা আমাকে এই প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমি একা নই, অনেক শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকাগণও এই মহান দায়িত্বের অংশীদার। আমাদের আশা ও আকাঙ্ক্ষা; গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের প্রতিটি সন্তান দুনিয়াবী শিক্ষা এবং আখেরাতের শিক্ষা উভয়ই পরি পূর্ণভাবে অর্জন করবে ইন-শা-আল্লাহ্। তারা ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, প্রফেসার, আইনজীবী বা অন্যান্য মর্যাদাপূর্ণ পে শায় থেকে দেশ, জাতি ও সমাজের সেবক হবে। শুধু তাই নয়; তারা যেন কখনো দুর্নীতিকে সমর্থন না করে, সৎকাজে উৎসাহিত করে, অসৎকাজ থেকে বিরত থাকে এবং ইসলামের মৌলিক নীতিমালা আঁকড়ে ধরে জীবনযাপন করে। তারা যেন নৈতিকতায়, মূল্যবোধে, ভদ্রতায়, নম্রতায় অনন্য উদাহরণ স্থাপন করে। আমার স্বপ্ন; আমাদের সন্তানরা কুরআনের গভীর বার্তা উপলব্ধি করবে, হাদীস ও আকীদার শিক্ষা অর্জন করবে, হাফেজে কুরআন হবে এবং আল্লাহর দাওয়ার বাহক হবে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নিয়তকে কবুল করবেন, এবং আমাদের সন্তানদেরকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করবেন। আমিন!
মোঃ সহিদুল ইসলাম
স্কুলের প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা
Customers reviews
Join our community to get all the updates on our various courses and different skills.